এবার থেকে সব ম্যাচ হবে চিকেন ডিনার - অবশ্যই দেখবেন

এই মূহূর্তে বিশ্বের জনপ্রিয় অনলাইন গেম হলো পাবজি মোবাইল। সারা বিশ্বে প্রায় ২ কোটির বেশি মানুষ এই গেম বা এমন শুটিং গেম খেলে। পাবজি  গেমটি Player Unknown's Battlegrounds হওয়ার কারণে কারো পক্ষে আগে থেকে জানা সম্ভব হয় না যে কখন কোথা থেকে আক্রমন করবে। আর এই কারনেই গেমটি অনেক জনপ্রিয়তা পেয়েছে। এই গেমের উইন হলে আপনাকে ট্রফি হিসাবে "চিকেন ডিনার" দেওয়া হয়।



এই গেমের ৫টি টিপস দিলাম। আসা করি কাজে আসবে।

১/ ভালো কনফিগারেশনের ফোন ঃ

আমরা জানি পাবজি হলো একটি মোবাইল গেম। সুতরাং এই গেম খেলার জন্য আপনাকে একটা ভালো মানের অর্থাৎ হাই করফিগারেশনের মোবাইল ফোন ব্যবহার করতে হবে। আপনার ফোনের কম পক্ষে ৪/৬ জিবি ব্যাম থাকা দরকার। আর যদি আইফোনের খেলতে গেলে আইফোন ৭ প্লাস থেকে উপত ব্যবহার করতে হবে। এর সাথে আপনার নেট ও ভালো গতি সম্পূর্ন হতে হবে। না হলে অনেক ল্যাগ হবে। তাই সম সময় ভালো মানের ফোন ব্যবহার করবেন তাহলে স্মুথলি খেলতে পারবেন, আর খেলেও শান্তি পাবেন। 


২/ ভালো মানের হেডফোন ব্যবহার 

 এইটা খুবই তুচ্ছ একটা টপিক অনেকের কাছে মনে হতে পারে। কিন্তু আপনি নিজে একটু পড়ে দেখুন তো কাজে লাগে কি না। একটা ভাল মানের হেডফোন হলে আপনি অনেক ভালো করে এমির চলার শব্দ শুনতে পারবেন। আপনার কোন পাশ থেকে এনিমি আস্তেছে সেটা বুঝতে পারবেন সাথে সাথেই । আর বেশি বেশি কিল পাবেন। ভাই মুটামুটি ৪০০-৫০০ টাকার ভিতর একটা ভালো হেডফোন কিনতে পারেন। আপনাড়া অনেকেই জানের কোন টা ভাল হবে। আর যদি বুঝতে সমস্যা হয় যে কোন টা কিনবো তাহলে আমাকে কমেন্ট করেন আমি বলেদিবো। 

৩/ কভার এবং এন্ড ফায়ার 

এইটা পাবজি খেলার একটা ব্যাসিক নিয়ম, কিন্তু সবচেয়ে ইম্পরট্যান্ট জিনিস, আপনি কোন ফাইট নিতে গেলে আগে নিজেকে সেইফ কোন কভার নিয়ে নিবেন, হতে পারে কোন বিল্ডিং, হতে পারে গাছ, হতে পারে পাথর, সেই গুলোর পিছনে নিজেকে লুকিয়ে নিবেন, তারপর পিক করে করে এনিমিকে ফায়ার করবেন, যদি না জানেন কিভাবে পিক করে ফায়ার করে তাহলে আপনি গেমের সেটিং গিয়ে Pick and fire অপশন টি অন করে নিন,তারপর দেখুন গেমপ্লের সময় দুইটা নতুন বাটন যোগ হয়েছে সেই বাটন দিয়ে লেইফট সাইড পিক কিংবা রাইট সাইডে পিক করে ফায়ার করবেন , এবং ফায়ার করার পর আবার নিজেকে কভার নিয়ে নেন। 





৪/ ফিঙ্গারস ক্লো

এইটা বুঝানোর আগে অনেক কিছু বুঝাইতে হবে , আপনি যদি অনেকদিন আগে থেকে পাব্জি খেলে থাকেন তাহলে আপনি অনেক বারই ক্লজ ফাইটে এমন ভাবে মরেছেন যে এনিমি আপনার সামনে এসে নড়তে নড়তে আপনাকে মেরে দিল আপনি তাকে একটাও লাগাইতে পারলেন না বুলেট, এমনটা সবারই হয়, এখন যদি জিজ্ঞেস করি আপনাকে যে সে আপনাকে কিভাবে এতো দ্রুত মারল তাহলে আপনি বলবেন আমি একজায়গাতে দাঁড়িয়ে শুট করছিলাম তাই তার স্প্রের সব বুলেট আমাকে লেগেছে, এর পরে আপনাকে যদি আবার জিজ্ঞেস করি তাহলে আপনি তাকে একটাও লাগাইতে পারলেন না কেন? আপনার উত্তর এটাই আসবে যে “ভাই এনিমি তো নড়তে নড়তে মারছিল তাই তাকে লাগাইতে পারি নাই”, এখন আসি মেইন ঘটনায়, আপনি যদি অন্য সব গেমের মতো পাব্জিও তাহলে আপনার আগুল দুইটিই সবসময় মুভ হইতে থাকে একটা ফায়ার বাটনে, একটা জয়স্টিকে মুভমেন্ট করানোর জন্য আবার দিক পরিবর্তন করানোর জন্য ফায়ার বাটনে আগুল টাই ব্যবহার করতে হবে। এটাই স্বাভাবিক , তাই আপনি চাইলে মুভমেন্ট করতে করতে ফায়ার বাটনে চাপতে পারবেন না।,

ঠিক যদি আপনি মুভমেন্ট করতে করতে ফায়ার বাটন প্রেস করতে চান তাহলে সহজেই আপনাকে করতে হবে সেটায় হচ্ছে আপনাকে আর এক আঙ্গুল ঢুকিয়ে ফেলতে হবে শুধু ফায়ার করার জন্য তাহলে আপনি বাম হাতের থাম্ব বৃদ্ধাঙ্গুলি দিয়ে জয়স্টিক নাড়াইতে পারবেন, আবার ডান হাতের থাম্ব বা বৃদ্ধাঙ্গুলি দিয়ে আপনি দিক পরিবর্তন করাইতে পারবেন, এবং নতুন যেই আঙ্গুল ঢুকাবেন সেইটা সবসময় শুধু ফায়ার বাটনের জন্য থাকবে, সেই আঙ্গুল টাই সবাই ব্যাবহার করে শাহাদত আঙ্গুল, আর সেই সেটাপ টাকেই বলা হয় ৩ ফিঙ্গারস ক্লো সেটাপ, আর যারা নড়তে নড়তে ফায়ার করে তারা ঠিক সেভাবেই ক্ল সেটাপ করে খেলে, এতে গেমপ্লে অনেক বেশি সহজ হয়ে যায় যেমন ভাবে আপনি মরেছেন ঠিক তেমন ভাবে আপনিও মারতে পারবেন,এমন ভাবে ৪,৫ ফিঙ্গারস সেটাপ ও ব্যবহার করে অনেকেই, একসাথে পিক ফায়ার মুভ সবকিছু করার জন্য যদি আপনাকে ক্লো করতে অসুবিধা হয়ে তাহলে গেমিং কন্ট্রলার কিনে নিতে পারেন।




৫/ টিম মেট সাপোর্ট 

যদি আপনি স্কোয়াড বা ডুও খেলতে লাইক করেন আমরা মতো হলে আপনার জন্য , প্রথমেই সবার এক সাথে জাম্প করতে হবে। এর পর খুব দ্রুত একটা অটো স্প্রের গান হাতে নিয়ে আপনার পছন্দ মত লুট করে নিন , আপনার পছন্দের গান নিয়ে নিন হাতে এরপর আপনার টিপ মেটের সাথে সাথে থাকুন সব সমস্য, কোন এমনি দখলে ভাব মাইরা একা একা ফাইট নিবেন না। এমিনি দেখিয়ে দিন আপনার সাথিদের এর পর সবাই একসাথে ফায়ার করুন। কখনো একা একা দলছাড়া ঘুরবেন না। সবাই এক সাথে টিপো ওয়ারক করবেন। এতে এমিনিদের মারতে গেলেও ৩ জন্য নকড হইলেই বাকি একজন যেন রিভাইব দেওয়ার মত হয়ে থাকে। তাহলেই দেখবেন খেলা বেশ সুন্দর হয়ে উঠবে।

আজ এইটুকু , এরপর অন্য সব কিছু নিয়ে আলোচনা করা যাবে। আশা করি আমার পোস্ট ভালো লেগেছে , আপনার কিছু জানার ইচ্ছা হলে আপনি কমেন্ট করতে পারেন। 

ধন্যবাদ ।  




Post a Comment

أحدث أقدم